দশ দফা দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৮ অপরাহ্ন | শিক্ষা
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২য় ক্যাম্পাসের দ্রুত বাস্তবায়ন এবং ক্যাম্পাসের কাজের হস্তক্ষেপের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তারসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ।
রবিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১২ ঘটিকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা ১০ দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো: অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় দ্রুততম সময়ে ২য় ক্যাম্পাস বাস্তবায়ন ,শাহিনকে নয় বরং সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ দেয়া, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা , হলগুলো প্রথমে নির্মাণ করা, লেকের টেন্ডারের সুষ্ঠু তদন্ত করা,
জরিপের মাধ্যমে পূর্ণাঙ্গ ২০০ একর জমি নিশ্চিত করা, প্রকল্পে ছাত্র প্রতিনিধি যুক্ত করা বা শিক্ষার্থীদের কাছে প্রকল্পের সকল তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা, দ্রুত মাস্টারপ্লান বাস্তবায়ন , দ্রুত পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে ও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুষ্ঠান নতুন ক্যাম্পাস তথা ২য় ক্যাম্পাসে করার ব্যবস্থা করা।
এ সময় জবি শিক্ষার্থীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কখনো দাবি ছাড়া কোন অধিকার আদায় হয় নি। অধিকার আদায়ে দরকার হয় রাজপথে আন্দোলন শুরু করব। আমাদের ১০ দফা দাবি বাস্তবায়ন করতে হবে , নতুন ক্যাম্পাসের মাস্টারপ্লানসহ, নতুন ক্যাম্পাসের কাজ অভিলম্বে শুরু করতে হবে।
সাধারণ শিক্ষার্থীদের প্রানের ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে আন্দলনে যুক্ত হওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

